সমন্বয়কের নামে সরকারি সম্পদ লুটের হিড়িক পড়েছে সমগ্র দেশে তার একটি নমুনা তুলে ধরা হলো।
বৈষম বিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল জেলা শাখার সদস্য মোঃ শাহারুল আলম, নড়াইল জেলার চন্ডীবরপুর ইউনিয়নের ফেদী গ্রামে আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করতে নড়াইল জেলা প্রশাসক বরাবর দুই মেট্রিকটন জি আর চাউল বরাদ্দ পাওয়ার জন্য লিখিত আবেদন করেন গত ৫ই জানুয়ারি ।
আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে পাচ শতাধিকের বেশি ছাত্র জনতা অংশ নিবেন। সেই অনুষ্ঠানের আয়োজন এবং আপ্যায়ন বাবদ দুই মেট্রিক টন জি আর চাউল যেন বরাদ্দ প্রদান করা হয়।
আবেদনকারী হিসেবে স্বাক্ষর করেন নড়াইল জেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ শাহারুল আলম ও শাহারুল আনাস।
সেই আবেদনের একটি কপি এসেছে ভয়েজ অব সুইডেনের হাতে।