সাইফুদ্দিন আহমেদ : আশ্বিন মাসেও বৃষ্টি চলছে। আশ্বিনের শেষ প্রান্তে আজ যে প্রবল বৃষ্টিপাত দেখলাম তা ভীষণ শংকার। সিন্ডিকেট সিন্ডিকেট বলে চেঁচিয়ে লাভ নেই, এখনকার সমস্যা অন্য জায়গায় বেঁধে গেছে। নোয়াখালি, ফেনির পর দেশের উক্তরাঞ্চলে এখন বন্যা পরিস্থিতি বিদ্যমান। পাশাপাশি বন্যা, অতিবৃষ্টিতে মরিচসহ সব্জি ক্ষেতের ১২টা এরই মধ্যে বেজে গেছে। বাজার তপ্ত।
শীতকালে সব্জির বাজার সবচেয়ে নরম থাকে। সব্জির বৈচিত্র্যও থাকে বেশি। কিন্তু সবচেয়ে বড় বিপদটাই দেখা দেবে সামনের শীত মওসুমের সব্জির বাজারে। কারণ গতমাস এবং এ মাসটাতেই মূলত শীতের সব্জির বীজতলা তৈরি, শীতের সব্জির চারা রোপন, সব্জি ক্ষেতের মাটি প্রস্তুত করার কাজটা পূর্ণমাত্রায় চলে। কিন্তু দেশজুড়ে বন্যার আবহ, বিরামহীন বৃষ্টিপাতের ফলে এসব কাজ কোথাও থমকে আছে, কোথাও জলাবদ্ধতা, কোথাও বীজতলা নষ্ট হওয়া, জমি প্রস্তুত করতে না পারার চিত্র স্পষ্ট। আরও দুসপ্তাহ যদি এমন বৈরী আবহাওয়া চলতে থাকে তবে শীত মওসুমে সব্জির বাজারে আগুনই কেবল না, সব্জির স্বাভাবিক যোগানটাই থাকবে না। সব্জির আকাল দেখা দেবে।
কর্তাবৃন্দ, এখনই আমদানীর রাস্তা খুঁজতে থাকুন। অন্যথায়, আপনাদের বাজার মনিটরিং, বাজার ব্যবস্থপনার কোন থিওরিই কাজে আসবে না। সূত্র : https://www.facebook.com/ahmednannu