জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
স্বাস্থ্য

শোষণ ও বৈষম্যহীন সমাজব্যবস্থা ও আজকের বাংলাদেশ। প্রেক্ষাপট স্বাস্থ্য খাত।

স্বাধীনতার ৫০ বছরের অধিক সময়ে স্বাস্থ্য খাতে বাংলাদেশের প্রাপ্তি ২০২১ সাল পর্যন্ত 

সরকারি হাসপাতাল= ৬৫৪ টি

বেসরকারি হাসপাতাল=৫০৫৫ টি

প্রক্ষান্তরে পুঁজিবাদের স্বর্গ 

ইউ. এস. এ তে ২০২১ সাল পর্যন্ত

সরকারি হাসপাতাল= ১৬২৩ টি

অলাভজনক হাসপাতাল= ২৮৪৫টি 

বেসরকারি হাসপাতাল=১২৩৪ টি

সুইডেনে এখন পর্যন্ত

সরকারি হাসপাতাল= ৮৫ টি

বেসরকারি হাসপাতাল=১৫ টি

তথ্যসূত্র: অন লাইন 

একটি মানবিক রাষ্ট্র গঠনে স্বাস্থ্য খাতের গুরুত্ব অপরিসীম তার প্রমাণ আবার ও পেলাম দৈনিক ইত্তেফাকের ২১ জানুয়ারী ২০২৪ এ প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে। রংপুরের হলি ক্রিসেন্ট হাসপাতালের পরিচালক সহ তিন জনকে গ্রেফতার করছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালের বিল পরিশোধ করতে না পারায় তারা এক নবজাতক বিক্রি করেছে। এটা কতটা অমানুষিক ও অমানবিক তা সুদূর সুইডেনে বসে অনুভব করছি। 

মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চারটি মূলনীতির একটি হল সমাজতন্ত্র। বঙ্গবন্ধু একটি শোষণ ও বৈষম্যহীন সমাজব্যবস্থা তৈরী করতে চেয়েছিলেন। কিন্ত চক্রান্তকারীদের চক্রান্ত ও ঘাতকের গুলিতে বঙ্গবন্ধু সহ আপনার পরিবারের অধিকাংশ সদস্য শহীদ হয়েছেন। তাই আমারা এখনও শোষণ ও বৈষম্যহীন সমাজব্যবস্থা পাই নাই। কিন্ত আপনি গত ১৫ বছর রাষ্ট্র ক্ষমতায় তারপরও যদি আমাদের এই ধরণের খবর পড়তে হয়, তা আমাদের জন্য দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার এই মেয়াদের মধ্যেই শোষণ ও বৈষম্যহীন সমাজব্যবস্থা দেখতে চাই। 

মাননীয় প্রধানমন্ত্রী আপনি স্মার্ট বাংলাদেশ গড়তে চাচ্ছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট জনশক্তির প্রয়োজন। সুস্থ জনশক্তি ছাড়া স্মার্ট জনশক্তি  কল্পনা করা সম্ভব নয়। বেসরকারি হাসপাতালে কত শতাংশ মানুষ সেবা গ্রহণ করতে পারে তা আপনি ভালোই জানেন। তাই স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনে আপনার স্বদয় দৃষ্টি কামনা করছি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video