আগস্ট ৬, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

শেরপুরে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বিজিবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভারত সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার হাজার টাকার ভারতীয় চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৬ আগস্ট) অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রামচন্দ্রকুড়া এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কায়দায় ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচারের চেষ্টা করে। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি এর রামচন্দ্র কুড়াা বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পরে রামচন্দ্রকুড়া বিওপির মায়াকাশি গ্রাম হতে দুই হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে ও একটি ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩১লাখ ৬০হাজার টাকা। এদিকে অভিযান টের পেয়ে ভারতীয় মোটরসাইকেল রেখে পালিয়ে যান।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে ।