আশরাফুল আলম খোকন : শেয়ার বাজারে একটা রিসেট মারা উচিত! এখনো কেন, একদিনে হাজার কোটি টাকা মার্কেট থেকে নাই হয়ে যাবে? এখানকার দরবেশতো ফেক্টরি রিসেটে পরে গেছে। এরপরও এমন হচ্ছে কেনো?
এক দরবেশ যায়, আরও দশটা দরবেশ ভিন্নরুপে এসে হাজির হয়। সুতরাং, জায়গায় – বে-জায়গায় রিসেট মারার চেয়ে শেয়ার মার্কেটে রিসেট মারাটা জরুরি।
সূত্র : https://www.facebook.com/ashrafulalam.khokan.5
Leave feedback about this