আগস্ট ৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ শিক্ষা

শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, বেরোবির শিক্ষক বরখাস্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় বলে রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক নারী শিক্ষার্থীর আনীত অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, যৌন হয়রানির বিষয়ে ক্যাম্পাসে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। এ ধরনের অপরাধ থেকে কেউ যেন পার না পায় সেজন্য বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে।

এর আগে, গত ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মেসেঞ্জারে কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যেখানে শিক্ষক রশীদুল ইসলামের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা হয়। স্ক্রিনশটগুলো মুহূর্তেই বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থী লিখিতভাবে অভিযোগ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করে।