আগস্ট ২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহাবুবুর রহমান হিরন এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসীমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাজধানীর পান্থপথ এলাকা থেকে মাহাবুবুর রহমান হিরনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় একই সময়ে ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আশিকুর রহমানকে।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বিনষ্টের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট কারণে তাদের আদালতে প্রেরণ করা হবে।