প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনার সামনে নাটক সাজিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক ডা. সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার (৯ মে) সকালে ডা. আইভীর নিজ বাসা আটক করে নিয়ে যায় পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৯ মে) রাতে পুলিশ গ্রেপ্তার করতে গেলে নেতাকর্মীদের তোপে মুখে পড়ে।
এদিকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ক্যান্সারের চিকিৎসা নিতে বিদেশ যাওয়াকে কেন্দ্র করে নাটক সাজিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াত ইসলামী ও তাদের সমমনা দলগুলো।
এনসিপি সূত্রে জানা গেছে, সম্প্রতি মিয়ানমারের রাখাইনে নির্বিঘ্নে যাতায়াতে তথাকথিত মানবিক করিডোর চায় জাতিসংঘ, তাতে রাজি হয় অর্ন্তবর্তী সরকার। ইতিমধ্যে এই করিডোর ইস্যুতে সমালোচনার মুখে পড়েছে সরকার। তাতে সায় দিচ্ছে বিএনপি। এই ইস্যুকে দামাচাপা দিতে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে মাঠে নামায় সরকার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বয়ান তুলে নাটক সাজায়।
এনসিপি আরেকটি সূত্র জানায়, নিজের ফায়দা লুটতে বিভিন্ন নাটক সাজিয়ে হাসনাত আবদুল্লাহ নিজেকে মাঠে ফোকাসে রাখতে চায় এবং বড় বড় টেন্ডারের কাজ বাগিয়ে নিতে চায়। এতে বিরক্ত দলের একাংশের নেতাকর্মীরা।
নাটকেরই অখণ্ড অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে পুলিশের প্রোটোকল ভেঙে যমুনার সামনে বিক্ষোভ করেন হাসনাত আবদুল্লাহ ও তার দোসররা। যদিও যমুনা এবং সচিবালয়ে সামনে বিক্ষোভ মিছিল কর্মসূচি নিষিদ্ধ করে অর্ন্তবর্তী সরকার। এই বিধিনিষেধ মানেনি সরকারেরই অংশ এনসিপি।