ছেলেটির রাজনৈতিক পরিচয় আমি জানি না, তবে এতটুকু জানি ছেলেটি বাংলাদেশী আর পুলিশ ও বাংলাদেশী। কিভাবে প্রকাশ্যে পুলিশ একটি ছাত্রকে গুলি করে হত্যা করতে পারে? যে কেউ যে কোন দল করতে পারে তাই বলে কি বুদ্ধিবৃত্তিক দাস হওয়া সম্ভব? এই অতি উৎসাহী পুলিশের কার্যক্রম ও ছয় জন নিহত হওয়ার প্রত্যেকটি ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার হওয়া উচিত। সাম্প্রতিক কোটা আন্দোলন মোকাবিলায় সরকার ও আওয়ামীলীগের নীতি নির্ধারণী মহল চরম ভাবে ব্যর্থ। যেমনি হাজার কোটি টাকার দূর্নীতি ও পাচার বন্ধে ও সরকার ব্যর্থ। তেমনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও ব্যর্থ। জনমনে অসন্তোষ প্রকাশ পাচ্ছে। একটি প্রজন্ম আমি রাজাকার বলে স্লোগান দেওয়া, এখানে কি আওয়ামীলীগের ব্যর্থতা নেই? মুক্তিযুদ্ধ ও নতুন প্রজন্মকে মুখোমুখি দাড় করানোর ফল কি ভাল হবে? ভুলে গেলে চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যের কথা। সবার শুভ বুদ্ধির উদয় হোক!
মতামত
মুক্তিযুদ্ধ ও নতুন প্রজন্মকে মুখোমুখি দাড় করানোর ফল কি ভাল হবে?
- লিখেছেন ড. হুমায়ূন কবীর
- জুলাই ১৭, ২০২৪
- ০ মন্তব্য
- ১ মিনিটের কম সময়
- 295 জন দেখেছে
Leave feedback about this