মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদরাসাছাত্রীকে (১৪) ধর্ষণের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম তকীউর রহমান সিদ্দিক। তার বাড়ি চট্টগ্রাম জেলায়।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বালাশুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই শিক্ষক দীর্ঘদিন ধরে বালাশুর এলাকার জামিয়া উম্মুল ক্বোরা মহিলা মাদরাসা পরিচালনা করে আসছিলেন।ভুক্তভোগী শিক্ষার্থী বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল। সুস্থতার আশায় মাদরাসা শিক্ষকের কাছে ঝাড়ফুঁক নিতে যায় সে। এ সময় ওই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকীউর রহমান তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে পরিবারের কাছে অভিযোগ করে ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এরপর ঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে ধরে পিটুনি দেন।
খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শ্রীনগর থানার পুলিশ ভুক্তভোগীকে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত শিক্ষককে প্রাথমিক চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভুক্তভোগীর নানা বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ মামলা রেকর্ড করে অভিযুক্ত শিক্ষককে আদালতে প্রেরণ করেন। এরপর বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে অভিযুক্ত ওই শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এ ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ভিকটিমের নানা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।