জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

ভিসা কার্যক্রম শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া

ঢাকাস্থ মার্কিন দূতাবাসে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুর ২টা ১২ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবন (ফিরোজা) থেকে তিনি দূতাবাসের উদ্দেশ্যে রওনা দেন। দূতাবাসে প্রবেশ করেন ২টা ২২ মিনিটে। ভিসা আবেদনের জন্য মার্কিন দূতাবাসে আঙুলের ছাপ দিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এসময়ে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।-খবর আমাদেরসময় ডটকম

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডেএম জাহিদ হোসেন বলেন. ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যেতে হতে পারে। সেজন্য আজকে উনি বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট আমেরিকান অ্যাম্বেসিতে গিয়েছিলেন। বেলা ২টা ২০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে পাজোরো জীপ যুক্তরাষ্ট্রের দূতাবাসে প্রবেশ করেন।

দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তারা বিএনপি চেয়ারপারসনকে দূতাবাসে স্বাগত জানান। তার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ মামুন ছিলেন।