ফজলুল বারী : একজন ভারতীয় সাংবাদিক বন্ধুর সংগে আজ অনেক সময় নিয়ে আলাপ হলো। আমাদের মধ্যে কয়েক যুগের সম্পর্ক। বাংলাদেশের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা আছে। তিনিও স্বীকার করলেন কিছু ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ঠিক ভূমিকা পালন করছেনা। যা এই সময়ে খুব দরকার। আমরা এ নিয়ে দুজনে একসঙ্গে কাজ করবো।
আমার মতো এই সাংবাদিক বন্ধুও শেখ হাসিনার সাক্ষাৎকার নেবার চেষ্টা করছেন। কিন্তু শেখ হাসিনা রাজি হচ্ছেন না। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের তৎপরতা এখনও প্রকাশ্য নয়। তবে এই সাংবাদিক ভারতের উচ্চ পর্যায়ে খোঁজ নিয়ে জানতে চেয়েছেন, ভারত সরকার চায় আওয়ামী লীগের নেতারা সংগঠিত কাজকর্ম শুরু করুন। যেটা একাত্তরে ইন্দিরা গান্ধীও চেয়েছিলেন।
দিল্লির কাছে খবর হচ্ছে ইউনুস সরকার ইস্কন নেতা চিন্ময় প্রভুকে জামিনে মুক্তি দিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিচ্ছে। চিন্ময় এরমাঝে ভারত জুড়েই হিন্দুদের মাঝে একটি আবেগের নাম। চিন্ময়ের নেতৃত্ব সনাতনী মঞ্চ বাংলাদেশ জুড়ে যে বড় সমাবেশগুলো করেছে তা ভারতীয় জনমানসে বিশেষ নজর কেটেছে।
চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশে পিঁয়াজ আলু ডিমের মতো অত্যাবশ্যকীয় পণ্য রফতানি বন্ধের দাবি ভারতে জোরদার হচ্ছে। চিকিৎসক, হাসপাতালের পক্ষে বাংলাদেশি রোগী বয়কটের ঘোষনা আসতে শুরু করেছে। বিজেপির জনপ্রিয় আন্দোলন দেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও মাঠে নামছেন। এসব বাংলাদেশের বাজারে ইতিবাচক ফল দেবেনা মনে করছে ইউনুস সরকার। বিএনপির এক হিন্দু নেতাকে দিয়ে ভারতে অনানুষ্ঠানিক কথাবার্তা বলানো হচ্ছে।
বাংলাদেশে সংখ্যালঘুরা ভালো আছেন এটা মূলত বলছেন সংখ্যাগুরুদের দলে থাকা সাংবাদিক বা সরকারি ব্যক্তিরা। কিন্তু সংখ্যালঘুরা কোন পর্যায়ে মানসিক অস্থিরতা নিরাপত্তাহীনতায় ভোগেন, এটা শুধু একজন সংখ্যালঘুরাই জানেন। ভয়েস অব আমেরিকার জরিপ দেখিয়ে বাংলাদেশ সরকার সুবিধা করতে পারেনি। কারণ ওই জরিপের ৯০ ভাগের বেশির ব্যক্তির মতামত নেয়া হয় যারা সংখ্যালঘু নন। মুসলমান।
চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনা নিয়ে শেখ হাসিনার বিবৃতি বাংলাদেশের সেলফ সেন্সরড মিডিয়ায় ছাপা হয়নি। এরজন্য শক্তিশালী অনলাইন পোর্টাল প্ল্যাটফর্মের কথা ভাবা হচ্ছে। এটা ভারত বা ভারতের বাইরে থেকে হতে পারে। কানাডায় অবস্থানরত যুবলীগ চেয়ারম্যান এর মাঝে প্রকাশ্য হয়েছেন। নেতাদের যারা ভারতে আছেন তাদের মধ্যে অন্তত একজন দলীয় মুখপাত্র হিসাবে কাজ শুরুর পরামর্শ দেয়া হয়েছে। কারণ ভারতীয় মিডিয়া একজন মুখপাত্রের ভয়েস চায়, প্রেস রিলিজ নয়। ফেসবুক থেকে