অবৈধভাবে ভারতে প্রবেশ করে আটক হওয়ার পর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১১ বাংলাদেশি নাগরিক। ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে তারা আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন।
ফিরে আসা ব্যক্তিরা হলেন—কুমিল্লার ফারজানা আহমেদ নিপা, ফেনীর মো. ইব্রাহিম, বাগেরহাটের হেলাল জমাদ্দার, রাজশাহীর আকরামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের কবীর শেখ, রাহুল শেখ, আশরাফুল হক, সুমন রানা, বদরুল ইসলাম, আব্দুল মান্নান ও রুহুল আমিন।
প্রায় ৮–৯ মাস আগে দালালের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন।
আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব আলমাস হোসেন জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। কারাভোগ শেষে নাগরিকত্ব যাচাই করে সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
এ সময় চেকপোস্টে উপস্থিত ছিলেন আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনসুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম, ইমিগ্রেশন পুলিশের ওসি আব্দুস সাত্তার প্রমুখ।