ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: কিছুদিন আগে ভারতের জম্বু ও কাশ্মীর এবং হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।তার ফল আজ সকাল থেকে প্রকাশিত হতে চলেছে। এখন পর্যন্ত যা খবর তাতে দীর্ঘ দশ বছর পর ভারতের জম্বু ও কাশ্মীরের বিধান সভার ক্ষমতা দখল করতে চলেছে ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট। এই জোটে র মূল কান্ডারী ন্যাশনাল কনফারেন্স এর নেতা ও জম্বু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ।আজ ৯০, আসনের বিধান সভার শিট। সেখানে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে প্রায় ৫২, টি বিধান সভা কেন্দ্রে। বিজেপি এগিয়ে রয়েছে ২৫, টি আসনে, মেহবুবা মুফতি র দল পি ডি পি এগিয়ে চারটি আসনে। বাকি রা অন্যান্য আসনে। এবার ভারতের জম্বু ও কাশ্মীরের ক্ষমতায় আসার অপেক্ষায় রয়েছে ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট। এখানে যদি জেতে তাহলে জম্বু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। অন্যদিকে হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল সকাল থেকে এসেছে তাতে ভারতের জাতীয় কংগ্রেস এর প্রার্থীরা এগিয়ে ছিলেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বি জে পি প্রার্থীরা এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যা খবর তাতে ৯০, আসনের বিধান সভায় বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে ৪৭,টি আসনে, এবং ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট এগিয়ে রয়েছে ৩৬, টি আসনে। বাদবাকি অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা এগিয়ে রয়েছে। এই রাজ্যের ক্ষমতা দশ বছর বি জে পি র হাতে। এবার জিতলে হেট্রিক হবে। এবং ফের ক্ষমতায় আসবে বি জে পি। তবে এখন পর্যন্ত যা খবর তাতে ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।।
বিশ্ব
ভারতের জম্বু ও কাশ্মীরে জয় পেল জাতীয় কংগ্রেস এর মহাজোট, লড়াই হরিয়ানাতে
- লিখেছেন নিজস্ব প্রতিবেদক
- অক্টোবর ৯, ২০২৪
- ০ মন্তব্য
- ১ মিনিটের কম সময়
- 70 জন দেখেছে