জুলাই ৩১, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব

ভারতের উপরও ২৫% শুল্ক বসালেন ট্রাম্প

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প  লিখেছেন, ‘মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে আমরা তাদের সাথে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি। কারণ তাদের শুল্ক হার অনেক বেশি।’

তিনি আরও বলেন, ‘এছাড়াও তারা (ভারত) সবসময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে এবং রুশ জ্বালানির বৃহত্তম ক্রেতা। এমন এক সময়ে ভারত এ কাজ করেছে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক – সবকিছু ঠিক নেই।’

সবশেষে তিনি লেখেন,
এসব কিছুর জন্য ভারত ২৫% শুল্ক দেবে, সাথে উপরোক্ত জরিমানাও, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। মেক আমেরিকা গ্রেট এগেইন।

এর আগে, ভারতের জন্য সম্ভাব্য শুল্ক হার ২০-২৫ শতাংশই কি না, জানতে চাইলে মঙ্গলবার (২৯ জুলাই) সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ‘আমি তাই মনে করি।’

স্কটল্যান্ডে পাঁচদিনের সফর শেষে ওয়াশিংটনে ফেরার সময় এয়ার ফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভারত আমাদের ভালো বন্ধু, কিন্তু দেশটি অন্য যেকোনো দেশের তুলনায় বেশি শুল্ক আরোপ (মার্কিন পণ্যে) করেছে। তারা এটা করতে পারে না।’

আলোচনার জন্য সময় দিতে ১০ শতাংশ হারে শুল্ক কমিয়ে দেয়ার আগে, গেল এপ্রিল মাসে উচ্চতর শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তবে বর্ধিত সময়সীমা সত্ত্বেও, মাত্র কয়েকটি চুক্তি নিশ্চিত করতে পেরেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: এনডিটিভি