‘মুজিববাদী সংবিধান’ মিথের স্বরূপ উন্মোচন
মাসুদ রানা “ ‘মুজিববাদ’, শ্রুতিতে একটি রাজনৈতিক মতবাদ, এবং ‘মুজিববাদী সংবিধান’ মানে হচ্ছে, যে-সংবিধান ঐ মতবাদের ভিত্তিতে রচিত। তো, ১৯৭২ সালের সংবিধান কি মুজিবাদী সংবিধান হতে পারে? আসলে, মুজিববাদ কী? শেখ মুজিবুর রহমান কি কোনো রাজনৈতিক তত্ত্ব লিখে গিয়েছেন? না, তিনি কোনো মতবাদ লিপিবদ্ধ করে যাননি। তবে, তিনি রাজনৈতিক কর্মসূচি দিয়েছিলেন, যার নাম বাকশাল, এবং


