জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
অন্যান্য

ব্যাংকের প্রশ্নপত্র ফাঁস : আমি রাজ সাক্ষী

২০০৯/২০১০ হবে সালটা আমার একজ্যাক্ট মনে নাই। তবে ঘটনাটা মনে আছে। আমি তখন BRAC এর RED বিভাগে সহকারী-গবেষক হিসেবে কাজ করছি। হঠাৎ একদিন বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাই ফোন দিয়ে জানালো ভাই ওমুক ব্যাংকে আবেদন (অফিসার পদে) করা আছে আপনার? জব করবেন কিনা? আমি বললাম আবেদন করা আছে কিন্তু তোমার দ্বিতীয় প্রশ্ন বুঝিনি! বললো, জব হওয়ার শতভাগ নিশ্চয়তা আছে…! পিলি পরীক্ষার জন্য দেড় লাখ আর ভাইভাতে এক লাখ। তবে দুটো মিলে একসাথে কন্টাক করলে ২ লাখের মধ্যে সম্ভব। আমি বিশ্বাস করিনি এমনটা হতে পারে। আর হলেও জঘন্য ভাবে/ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলাম। সে কিছুটা উপহাস তরে আমাকে ৩টা প্রশ্ন বলেছিলো।

উল্লেখ্য যে পরীক্ষার আগের রাতে মোহাম্মদপুরের কোনো এক বাসায় ৪০-৫০ জনকে এক সাথে পরীক্ষার প্রস্তুতি করিয়ে ছেড়ে দেওয়া হয়। পরদিন পরীক্ষার হলে গিয়ে ঐ-প্রশ্ন ৩টি দেখে আমি হতভম্ব। যাইহোক…

সেই ছোটভাইটি এখন ঐ ব্যাংকের SPO. সুতরাং পিএসসি বলেন আর যে প্রতিষ্ঠানের কথাই বলেন না কেনো, কমবেশি সব পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে পরবর্তীতে হবে। কারন আমাদের নৈতিকতায় ভয়াবহ পচন ধরেছে।

লেখক: এম. এম.এ. দিপু

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video