আগস্ট ২৪, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ বিশ্ব

বাংলাদেশ পুলিশের সিনিয়র অফিসারকে আটক করেছে বিএসএফ

ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টার সময় বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলা সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়। তবে আটক ওই পুলিশ কর্মকর্তার পরিচয় প্রকাশ করেনি বিএসএফ।
নাম প্রকাশ না করার শর্তে সংবাদ সংস্থা এএনআইকে এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার দিকে উত্তর চব্বিশ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে বাংলাদেশি ওই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দেশটির কর্মকর্তারা বলেন, আটককৃত ব্যক্তির কাছ থেকে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত। ।

হিন্দুস্তান টাইমস বলছে, সীমান্তের একটি কাঁটাতারবিহীন অংশ দিয়ে প্রবেশের চেষ্টা করেন বাংলাদেশি ওই পুলিশ। এ সময় তার সন্দেহজনক আচরণে বিএসএফের সদস্যরা এগিয়ে যান। পরে তাকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
ভারত-বাংলাদেশ সীমান্ত ৪ হাজার ৯৬ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্তগুলোর একটি। এ সীমান্তে প্রায়ই অনুপ্রবেশ, চোরাচালান ও অবৈধ পারাপারের ঘটনা ঘটে। এর মধ্যে পশ্চিমবঙ্গের অংশ প্রায় ২ হাজার ২১৭ কিলোমিটার, যা নিরাপত্তা সংস্থাগুলোর জন্য সংবেদনশীল এলাকায় পরিণত হয়েছে।
সুত্র – হিন্দুস্তান টাইমস