মঙ্গলবার দুপুরে বিসিবিতে এসেছিলেন সালাউদ্দিন। এরপর তিনি ফারুকের সঙ্গে বৈঠক করেন। তখন থেকে গুঞ্জন ওঠে সালাউদ্দিন-বিসিবির মধ্যে চুক্তি সম্পন্ন হয়ে গেছে। বেশ কিছু গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়। বিসিবি রাত সাড়ে আটটার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সালাউদ্দিনকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।
জাতীয় দলে অবশ্য নতুন নন সালাউদ্দিন। ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি। এছাড়া এক বছর বিসিবি একাডেমির দায়িত্বেও ছিলেন তিনি। বিকেএসপিতে খণ্ডকালীন কোচ হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। কোচ হিসেবে কাজ করেছেন ২৫ বছর। প্রিমিয়ার ক্রিকেট লিগ ও বিপিএলে একজন সফল কোচ হিসেবে পরিচিত তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চারবার বিপিএল শিরোপা জিতিয়েছেন।