মে ১০, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
রাজনীতি

বাংলাদেশবিরোধী শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্টা: আরাফাত

বাংলাদেশবিরোধী শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্টা হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এ আরাফাত।

আজ শনিবার (১০ মে) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ এ আরাফাত বলেন, একাত্তরের গণহত্যাকারী, পাকিস্তানি দালাল এবং রাজাকারের বংশধরেরা, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ করতে চায়।

“যত রাজাকারের বাচ্চা, জঙ্গি, জামায়াত তথা বাংলাদেশবিরোধী অপশক্তি আছে সবগুলো একাট্টা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিরুদ্ধে এদের অবস্থান নতুন নয়।”

“১৯৭১ সালেও এরা আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিল। বাংলাদেশকে আবারো পাকিস্তান বানানোর খায়েশ এদের”, বলেন মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেন, নরঘাতক ইয়াহিয়ার খানও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তাতে কি হয়েছিল? ইয়াহিয়ার খান ও তার হানাদার পাকিস্তান বাহিনী পরাজিত হয়েছিল।