জাতীয় শোক দিবসে ধানমন্ডি-৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ধর্ম বিষয়ক উপ-সম্পাদক মনিরুজ্জামান বাবুলকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, “১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডি-৩২ শ্রদ্ধা জানাতে গেলে মব সৃষ্টি করে অবৈধ প্রশাসন দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক উপ-সম্পাদক মনিরুজ্জামান বাবুলকে গ্রেফতার করানো হয়।”
পোস্টটিতে আরও বলা হয়, “বাংলাদেশ ছাত্রলীগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এসব দমন পীড়ন করে দাবায়া রাখতে পারবানা।”
এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে।