ডিসেম্বর ৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

“বঙ্গবন্ধুর যে শক্তি তা হারে হারে টের পেয়েছে বাংলাদেশবিরোধী অপশক্তি।”

জাতীয় শোক দিবসে বাংলাদেশ নতুন এক বঙ্গবন্ধুকে দেখেছে এবং দেশের বিরোধী অপশক্তি বঙ্গবন্ধুর শক্তি হাড়ে হাড়ে টের পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সজীব ওয়াজেদ জয় তার পোস্টে উল্লেখ করেন, “১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আজকে বাংলাদেশে দেখেছে নতুন এক বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর যে শক্তি তা আজ হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশবিরোধী অপশক্তি।”

এদিন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে যারা বাধার সম্মুখীন হয়েছেন, তাদের প্রতি সমবেদনা ও ধন্যবাদ জানান তিনি। জয় লেখেন, “আজকে যারা ধানমন্ডির ৩২ নম্বরে গিয়েছেন, অত্যাচার – অবিচারের শিকার হয়েছেন, আমি তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও একই সাথে সমবেদনা জানাচ্ছি।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো নির্দিষ্ট দলের নন, তিনি সমগ্র বাংলাদেশের—এই বিষয়টি তুলে ধরে জয় বলেন, “বঙ্গবন্ধু কোন দলের নয়, বঙ্গবন্ধু বাংলাদেশের, বঙ্গবন্ধু সবার। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানাতে কাউকে আওয়ামী লীগ করতে হয় না – বাংলাদেশের প্রতিটি মুক্তিকামী, মানবিক মানুষের নেতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু – এটাই আজকে আবার প্রমাণিত।”

তিনি দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, শ্রমজীবী, অনলাইন অ্যাকটিভিস্ট ও রাজনৈতিক কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনাদের একেকটি ফেসবুক পোস্ট যেন ঘাতকের বুকে বিঁধেছে বুলেটের মতো।”

পোস্টের শেষে দেশবিরোধী শক্তির হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি লেখেন, “আমরা আজ প্রতিজ্ঞা করি, বাংলাদেশকে আমাদের মুক্তিযুদ্ধ ও দেশবিরোধী শক্তির হাত থেকে মুক্ত করবোই। সবাই একসাথে, সকল ভেদাভেদ ভুলে আমাদের দেশকে আমরাই রক্ষা করবো।”

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে তিনি তার পোস্টটি শেষ করেন।