দায়িত্ব নেয়ার পর থেকে সংস্কারের নামে ব্যক্তিগত স্বার্থ ও ভোগ বিলাসিতায় লিপ্ত হয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের শত শত কোটি টাকা কর মওকুফ, গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন, স্টার লিংক এর সঙ্গে ব্যবসা ইত্যাদি ইত্যাদি। এর পর রয়েছে তার অন্যান্য উপদেষ্টাদের হেলিকপ্টার বিলাসিতা, এপিএস ও ব্যক্তিগত সহকারীদের শত শত কোটি টাকার তদবির বাণিজ্য।
পাশাপাশি ইউনুসের বি টিম হিসেবে পরিচিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র নেতাদের দিয়ে প্রশাসনের কর্মকর্তা বদলি বাণিজ্য এবং পাঠ্যবই ছাপানোর কমিশন বাণিজ্য থেকে শুরু করে প্রতিদিন দুর্নীতির একটার পর একটা রেকর্ড ভাংছে। যা গণমাধ্যমে খুব একটা আসার সুযোগ পাচ্ছেনা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং দেশের সকল গণমাধ্যমের টুটি চেপে ধরেছে। এই প্রেস উইং এর ভয়ে সরকারের দুর্নীতি ও অপকর্মের খবর দেশের কোন সংবাদ মাধ্যম প্রচার করতে পারেছেনা।
সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস উইং এর কর্মকর্তাদের নামে iPhone 16 Pro Max কেনার অনুমোদনের একটি নোট www.voiceofsweden.online এর হাতে এসেছে। নোটে দেখা যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ছয় কর্মকর্তার নামে ছয়টি মোবাইল সেট কিনতে অর্থ বিভাগের অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে।
অর্থ বিভাগে পাঠানো নোটে পরিচালক (প্রশাসন) র. হ. ম. আলাউল কবির, মহাপরিচালক (প্রশাসন) মোঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব গত ৭ই এপ্রিল ২০২৫ তারিখে স্বাক্ষর প্রদান করেন।
অর্থ বিভাগে পাঠানো নোটে উল্লেখ করা হয় নীতিমালা অনুযায়ী নিম্ন বর্ণিত ছয় জন কর্মকর্তার iphone 16 Pro Max সেট প্রাধিকার। তাদের কাজের গুরুত্ব বিবেচনা করে মাননীয় প্রধান উপদেষ্টার সানুগ্রহ অনুমোদন সাপেক্ষে ছয়টি iphone 16 Pro Max সরবরাহের আর্থিক অনুমোদন প্রদানের জন্য অর্থ বিভাগকে অনুরোধ করা গেল।
(নোট সংযুক্ত)