জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

প্রথম আলোকে প্রশ্নঃ কে মেরেছে শ্রমিক?

মাসুদ রানা, লণ্ডন, ইংল্যাণ্ড, ৩০/০৯/২০২৪: প্রথম আলো খবর দিয়েছে ঢাকার আশুলিয়ায় গুলিতে এক শ্রমিক নিহত হওয়ার। কিন্তু কে খুন করেছে সেই শ্রমিককে? পাঠক, দেখুনতো নীচের খবরটি পড়ে তা বুঝতে পারেন কি-নাঃ ‘পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষে আবারও প্রাণহানির ঘটনা ঘটল। গতকাল সোমবার ঢাকার সাভারে গুলিতে এক শ্রমিক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত পাঁচজন। গতকাল দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।’

প্রথম লাইনে ‘প্রাণহানি ঘটনা’র জন্য দায়ী করা হলো ‘শ্রমিক অসন্তোষ’কে। আর বলা হলো, এক শ্রমিক নিহত হয়েছে গুলিতে। কিন্তু কার গুলিতে প্রাণহানি হলো ওই শ্রমিকের? এ-বিষয়ে কোনো তথ্য নেই প্রথম আলোর। তাই প্রশ্ন করি, কে হত্যা করেছে অসন্তুষ্ট শ্রমিককে? কে এর জবাব দেবে? তখনও জবাব ছিলো না; এখনও নেই! মাঝে শুধু প্রাণহানিই ঘটে চলে বাঙালী সাধারণের।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field
    Choose Image
    Choose Video