ডিসেম্বর ৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

পাকিস্তান সফরে গেলেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ছয় দিনের সফরে পাকিস্তান গেছেন। গত বুধবার তিনি ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, এই সফর আগামী ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

সূত্র জানায়, নাসিমুল গনি বুধবার দুপুর দেড়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন।

সফরে সিনিয়র সচিবের সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম ও ডিআইজি মো. জান্নাতুল হাসান।

জানা গেছে, এই সফরের মূল উদ্দেশ্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই করা। এ চুক্তির আওতায় কূটনৈতিক ও আনুষ্ঠানিক পাসপোর্টধারীদের জন্য ভিসা সহজীকরণ, সরকারি সফরকে মসৃণ করা এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে।

এই সফর দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নাসিমুল গনির আগামী ২৬শে সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে।