পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। গতকাল মিরপুরে সিরিজ জয়ের ম্যাচে শেষ ওভারে নায়ক বনে যান মুস্তাফিজুর রহমান। সিরিজে দারুণ কিছু করায় আইসিসির কাছ থেকে সুখবর পেয়েছেন তিনি।
গতকাল ৬ বলে ১৩ রানের সমীকরণে বোলিংয়ে এসে প্রথম বলে চার হজম করেন মুস্তাফিজ।
তবে ফিরতি বলেই আহমেদ দানিয়ালকে আউট করে বাংলাদেশকে ঐতিহাসিক সিরিজ জয়ের মুহূর্ত এনে দেন বাঁহাতি পেসার। শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরতেই বাংলাদেশের আনন্দের বিপরীতে পাকিস্তানের ড্রেসিংরুমে নেমে আসে হতাশা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে একটি উইকেট পেলেও রানের চাকায় ঠিকই লাগাম টানেন তিনি। প্রথম ম্যাচে তো রেকর্ডই গড়েন তিনি।
বাংলাদেশের হয়ে বোলিং কোটা পূর্ণ করে সবচেয়ে কম ৬ রান দেওয়ার রেকর্ড। সেদিন ২ উইকেটও শিকার করেন তিনি।
সব মিলিয়ে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই পেয়েছেন মুস্তাফিজ। আজ আইসিসির প্রকাশিত সাপ্তাহিক র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়েছেন তিনি।
এতে শীর্ষ দশে জায়গা পেয়েছেন বাংলাদেশি পেসার। এক ধাপ উন্নতি হওয়া ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের সঙ্গে যৌথভাবে ৯ নম্বরে আছেন ‘কাটার মাস্টার’।
দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া শেখ মেহেদী ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে জায়গা পেয়েছেন। তার মতো সমান ৯ ধাপ এগিয়েছেন তানজিম হাসান সাকিব। কুলদীপ যাদবের সঙ্গে আছেন ৩৭ নম্বরে।
আর গতকালের ম্যাচে তিন উইকেট নেওয়া বাঁহাতি পেসার শরীফুল ১৪ ধাপ এগিয়ে জায়গা পেয়েছেন ৪৩ নম্বরে।
টি-টোয়েন্টি বোলারদের শীর্ষ আটে আর কোনো পরিবর্তন হয়নি। ৭৩৩ রেটিং পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। ব্যাটিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন তানজিদ হাসান তামিম। আছেন ৩৭ নম্বরে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শীর্ষে তিনি। ২ ধাপ এগানো তাওহিদ হৃদয় আছেন ৩৯ নম্বরে।
আর গতকাল ফিফটি হাঁকিয়ে ম্যাচসেরা হওয়া জাকের আলি অনিকের উন্নতি হয়েছে ১৭ ধাপ। হার্দিক পান্ডিয়া, ডেভন কনওয়ের সঙ্গে যৌথভাবে ৫৪ নম্বরে আছেন। অন্যদিকে ২২ ধাপ এগানো পারভেজ হোসেন ইমন আছেন ৬৩ নম্বরে। ব্যাটারদের শীর্ষ আটে কোনো পরিবর্তন নেই। ৮৪৭ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে শেখ মেহেদীর। ১৩ উন্নতি হওয়ায় ৩৫ নম্বরে জায়গা পেয়েছেন তিনি। র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ৭৬ রান করে সাত এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন তিনি। ২৫২ রেটিংয়ে শীর্ষে আছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।