কোরবানি ঈদের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসির কবলে। মুক্তির পর ছোট ছোট ভিডিও ফাঁস হলেও এবার আস্ত সিনেমাই পাইরেসির শিকার। রায়হান রাফীর ছবিটির ঝকঝকে এইচডি ভার্সন এখন অনলাইনে পাওয়া যাচ্ছে।
কোরবানি ঈদের সবচেয়ে বড় ছবি সুপারস্টার শাকিব খানের ‘তাণ্ডব’। ছবিটি নিয়ে শাকিবিয়ানদের মধ্যে উন্মাদনার শেষ নেই। সেই আগ্রহকে পুঁজি করে আনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে পুরো সিনেমাটি। ‘তাণ্ডব’ পাইরেসি হয়ে যাওয়ার পর নড়েচড়ে বসেছেন সিনেমা সংশ্লিষ্টরা।
গতকাল শনিবার (১৪ জুন) বিকেলেই ছবির পরিচালক ও প্রযোজকরা বৈঠক করেছেন। পরিচালক রায়হান রাফী বলেন, ‘যারা পাইরেসি করেছে তাদের কোনো ছাড় নেই। আমরা প্রশাসনে নালিশ জানিয়েছি। আইনি পদক্ষেপ নিচ্ছি। তা ছাড়া আমাদের টেকনিক্যাল টিমও কাজ করছে। এখন টেকনোলজি অনেক উন্নত। যে বা যারা কাজটা করেছে তাদের দ্রুত চিহ্নিত করা হবে। আইনের সামনে দাঁড় করানো হবে।’
এর আগে গত রোববার (৮ জুন) প্রযোজক শাহরিয়ার শাকিল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যে বা যারা পাইরেসি করবেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যদি ছবির ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় তাহলে আইডি অথবা পেজ ব্লক করে দেওয়া হবে।
প্রযোজকের কথায়, ‘পাইরেসি বন্ধ করার বিষয়টি কোনো অনুরোধ না। এটা কেউ করতে পারবে না। আপনারা শুধু আমাদের না, দর্শকদের বঞ্চিত করছেন। আগামী তিনদিনের টিকিট বিক্রি হয়ে গেছে। কিন্তু যারা সিনেমাটি দেখার অপেক্ষায় রয়েছেন তাদের কাছে স্পয়লার দেওয়ার কোনো অধিকার আপনার নেই। উত্তেজনা বসত কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে ক্লিপগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের প্রফেশনাল টিম কাজ করছে।’
ঈদে মুক্তির পর থেকেই রমরমা ব্যবসা করছে সাবিলা নূর-শাকিব খানের ‘তাণ্ডব’। দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশের মাটিতেও ‘তাণ্ডব’ ঝড় চলছে। শাকিব-সাবিলা ছাড়াও ‘তাণ্ডবে’ সিনেমায় অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ। প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।
বাংলাদেশ
বিনোদন
পাইরেসির কবলে “তান্ডব” পাওয়া যাচ্ছে অনলাইনে
- লিখেছেন নিজস্ব প্রতিবেদক
- জুন ১৫, ২০২৫
- ০ মন্তব্য
- ১ মিনিটের কম সময়
- 104 জন দেখেছে



