পাঁচ বছর বন্ধ থাকার পর আবার চীনা পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে ভারত। আগামী ২৪ জুলাই থেকে এই ভিসা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে বেইজিংয়ে ভারতীয় দূতাবাস।
২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় ভারতের পর্যটন ভিসা বন্ধ করে দেওয়া হয়। এর সঙ্গে যোগ হয় গালওয়ান উপত্যকার (ভারত-চীন সীমান্ত) সংঘর্ষজনিত কূটনৈতিক উত্তেজনা।
ফলে দুই দেশের মধ্যে সাধারণ ভ্রমণ কার্যত বন্ধ হয়ে যায়।
তবে ধাপে ধাপে ভারতীয় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য চীন ভিসা চালু করলেও, চীনা নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা এতদিন বন্ধই ছিল।
ভারতীয় দূতাবাস জানিয়েছে, বেইজিং, সাংহাই ও গুয়াংজু শহরের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে চীনা নাগরিকরা অনলাইনে আবেদন করে সাক্ষাৎ নির্ধারণ করে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভিসা পেতে পারবেন।
সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে বৈঠক হয়েছে এবং একাধিক সমঝোতায় পৌঁছেছে।