আগস্ট ৯, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

নাটোরে প্রাইভেট কার থামিয়ে যুবককে গলা কেটে হত্যা

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে প্রাইভেটকার থামিয়ে সাইদুর রহমান (৩৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে বনপাড়া- গোপালপুর আঞ্চলিক সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাইদুর কুষ্টিয়ার ভেড়ামাড়া উপজেলার বামনগ্রাম এলাকার আলতাফ হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, একটি প্রাইভেট কার গোপালপুর রেলগেটের দিকে যাওয়ার সময় সুগার মিল স্কুলের সামনে আসলে তারা চিৎকার শুনতে পান। স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে গিয়ে গাড়ির পাশে গলা কাটা অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, গাড়ি থামিয়ে গাড়ির ভেতরেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাইদুরের গলা কেটে পালিয়ে যায়। সে আহত অবস্থায় গাড়ি থেকে বের হয়ে আসার চেষ্টা করে। তবে, বের হওয়ার সময় গাড়ি থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে ।