জুলাই ১৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

নাটোরে নির্যাতিত দুই নারীর চিকিৎসার দায়িত্ব নিল সেনাবাহিনী

নাটোর সদর উপজেলার মোহনপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে নির্যাতিত দুই নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে আহত শাহনাজকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেনাপ্রধানের নির্দেশে সম্পূর্ণ বিনামূল্যে দুই নারীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

গত ২৬ জুন নাটোর সদর উপজেলার মোহনপুর এলাকায় শরীরে মরিচের গুড়া মিশ্রিত গরম পানি ঢেলে নির্মম নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় হালিমা ও শাহনাজ নামে দুই নারী গুরুতর আহত হয়।

এই বর্বর ঘটনার পর সেনাবাহিনীর অভিযানে অভিযুক্ত ছয় জনকে আটক করা হয়। গুরুতর আহত দুই নারীর মধ্যে হালিমা কিছুটা সুস্থ হলেও শাহনাজের অবস্থা এখনো আশঙ্কাজনক। উন্নত চিকিৎসা প্রয়োজন হলেও তার দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে সেনাবাহিনীর কাছে চিকিৎসার আবেদন জানায় শাহনাজের পরিবার। পরে সেনাপ্রধানের নির্দেশে সেনাবাহিনী দুই আহত নারীর উন্নত চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে।

সেনাবাহিনীর এই মানবিক ও প্রশংসনীয় উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন আহতদের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। তারা জানান, সেনাবাহিনীর সহযোগিতা না পেলে শাহনাজের জীবন রক্ষা করা দুঃসাধ্য হতো।