জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
মতামত

দেশে যারা মিডিয়া চালান, তাদের অধিকাংশই মিডিয়ায় বাতাবি লেবুর চাষবাস করছেন!

আশরাফুল আলম খোকন : মিডিয়ার উপর ইউনূস সরকারের নিয়ন্ত্রণ কতটা নিবর্তনমূলক, তা একটা উদাহরণেই বুঝা যাবে। তারা দেশে বসে হুংকার দেয়, বিদেশে বসে যারা মিডিয়া চালায় তারাও ভয়ে চুপসে গেছেন। ভয়ংকর রকমের সাহসী ও পেশাদার সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাইও ভয়ে আটকে গেছেন। এবং, ভয় যে পেয়েছেন সেটাও প্রকাশ করতে পারেননি, আইনি ব্যাখ্যা দিয়ে সম্মান রক্ষার চেষ্টা করেছেন।

আর দেশে যারা মিডিয়া চালায়, তাদের অধিকাংশই মিডিয়াতে বাতাবি লেবুর চাষবাস করছেন। তাদের কাছে ছাত্রলীগ হয়েছে নিষিদ্ধ সংগঠন। ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলো স্বনামেই বহাল আছে। শুধু ছাত্র শিবির, হিজবুত তাহরীর, জংগীরা হয়ে গেছে স্বাধারণ শিক্ষার্থী ও মেধাবী। তাদের আরেকটা টিম হয়ে গেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী। তারা মানুষ পিটিয়ে মারলেও হয়ে যাচ্ছে গনপিটুনি, অর্থাৎ জনগন মেরেছে। ফেসবুক থেকে