বাংলাদেশের ফুটবলে এখন প্রবাসীদের আগমণের ঢেউ পড়েছে। এক হামজা চৌধুরী আসার পর বিশ্বের আনাচে-কানাচে থেকে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে খেলার আগ্রহ প্রকাশ করছেন প্রবাসী ফুটবলাররা।
এবার এই তালিকায় যোগ হয়েছেন যুক্তরাষ্ট্রের দুই ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। তাদের পরিবারের কাছ থেকে সম্মতি পাওয়ার পর প্রাথমিক কাজও শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সুলিভান ভাইদের চার জনই ফুটবলার। তাদের মধ্যে ১৬ বছর বয়সী কুইন ও কাভান সুলিভান খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ফিলাডেলফিয়া ইউনিয়নের সিনিয়র দলে। রোনান ও ডেকলান যমজ দুই ভাই খেলছেন একই ক্লাবের বয়সভিত্তিক দলে। আগামী সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই খেলবে বাংলাদেশ। মূলত এই বাছাইয়ে রোনান ও ডেকলানকে খেলাতে চায় বাফুফে।
সুলিভানের মা হেইকে সুলিভান যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তাদের নানি সুলতানা আলম বাংলাদেশী। সেই সুবাদে ফিফার নিয়ম অনুযায়ী, সুলিভান ভাইদের বাংলাদেশের জার্সিতে খেলার পথ খোলা আছে।
বাফুফেও সুযোগটি কাজে লাগাতে মুখিয়ে আছে। শুরুতে বাফুফে দুই যমজ ভাইয়ের গায়ে তুলে দিতে চাচ্ছে বয়সভিত্তিক দলের জার্সি। এর প্রক্রিয়া শুরুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, সুলিভানের পরিবারের সঙ্গে আমাদের ভার্চুয়ালি কথা হয়েছে।