রাজবাড়ীর গোয়ালন্দে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আরাফাত মোল্লা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত আরাফাত গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে। তিনি গোয়ালন্দ ব্লাড ডেনার্স ক্লাবের নিয়মিত রক্তদাতা ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে আরাফাত মোল্লা মোটরসাইকেলে করে উপজেলার মাখন রায়ের পাড়া নতুন ব্রিজ এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার অবস্থার আরও অবনতি হলে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরীফুল ইসলাম আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরাফাতের মৃত্যুতে গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন বলেন, আরাফাত নিয়মিত রক্তদাতা হিসেবে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে অবদান রেখেছেন। তার মতো একজন তরুণের চলে যাওয়া আমাদের জন্য বড় শূন্যতা।



