জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ মতামত

দানা বাঁধছে অসন্তোষঃ কী করবেন ইউনূস?

মাসুদ রানা : আইন-শৃঙ্খলার নিম্নগতি ও দ্রব্যমূলের ঊর্ধ্বগতি মানুষের বাস্তব জীবনকে যখন অসহনীয় করে তোলে, তখন বাদশাহ্‌ সুলেইমান এলেও জনগণকে বশে রাখতে পারেন না।

সাধারণের পার্সপেক্টিভ বুঝার জন্য আজ টেলিকথা বললাম ঢাকায়-থাকা এক নির্দল বন্ধুর সাথে, যিনি অগাস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি খুবই আশাবাদী ছিলেন। কিন্তু আজ দুমাস পর যখন কথা বললাম, তাঁকে খুব নিরাশ মনে হলো।
আমার বন্ধুটিকে জিজ্ঞেস করলাম, তাঁর নিরাশ হওয়ার কারণ কী। উত্তরে বন্ধুটি বললেন তিনটি বিষয়ঃ
(১) আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, যার ফলে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করছে।
(২) প্রাত্যহিক জীবনের প্রতিটি জিনিষের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে মানুষের নাভিশ্বাস শুরু হয়েছে।
(৩) জাতীয়সঙ্গীত পরিবর্তন, রিসেট বাটনে চাপের হুমকি, সংবিধানের পুনর্লিখন প্রস্তুতি, ৭ই মার্চ ও ৪ঠা নভেম্বরকে খাটো করা, শেখ মুজিবুর রহমানকে অর্ডিনারি করা, ইত্যাদি কারণে মানুষের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হয়েছে।
আমি বুঝতে পারলাম, জনগণের সাথে অন্তর্বর্তী সরকারের হানিমূন বা মধুচন্দ্রিমা ইতোমধ্যে অতিক্রান্ত হয়ে গিয়েছে। জনগণের অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং গড়িয়ে-পড়া তুষারগোলকের এর আকার বৃদ্ধি পাচ্ছে।

অদৃশ্য, অবোধ্য, অলীক সংস্কারের কথা বলে জীবনের বাস্তব সঙ্কটের মুখে জনগণকে বশে রাখা সম্ভব হবে না। সবচেয়ে বড়ো কথা হচ্ছে, রাষ্ট্র সংস্কারে অনির্বাচিত সরকারের কাজ নয়। বস্তুতঃ নির্বাচনের আয়োজন করা ছাড়া আর কোনো কাজই থাকতে পারে না একটি অন্তর্বর্তী সরকারে।

আমি তত্ত্বগতভাবে শতভাগ নিশ্চিত আছি যে, ইউনূস সরকারের রাষ্ট্র সংস্কারের প্রকল্প একটি অসাধ্য ইউটোপিয়া, যার বাস্তবায়ন শুধু অসম্ভবই নয়, এর প্রচেষ্টা হবে অত্যন্ত বিভক্তিমূলক, যা দেশকে একটি গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।
তাই, ইউনূস সরকারের উচিত হবে গণ-বিক্ষোভ দানা বাঁধার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করা। নির্বাচন এলে রাজনীতি তার স্বাভাবিক গতিতে ফিরে যাবে, এবং ইউনূস সাহেবও গ্রামীন ব্যাংকের সুদ মুকুব-সহ নগদ লাভ নিয়ে সসম্মান ফিরে যেতে পারবেন।
তবে তিনি যদি রাজনীতির এই প্রকৌশল পরিকল্পনা করে থাকেন যে, সংস্কার করে তিনি প্রেসিডেণ্ট হবেন আর আনুপাতিক প্রতিনিধিত্বের পার্লামেণ্টে বিএনপি-আওয়ামী লীগ সমীকরণের বাইরে ইসলামিক শক্তিকে নিয়ামক করে তুলবেন, তাতে তাঁর সাফল্য আসার সম্ভাবনা শূনের প্রতিবেশী।
২০/১০/২০২৪
লণ্ডন, ইংল্যাণ্ড