আগস্ট ২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বিশ্ব

দশ লাখ টাকায় বিক্রি হয়েছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মোজা

সম্প্রতি জনপ্রিয় পপ সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের ব্যবহৃত একটি মোজা নিলামে চড়া মূল্যে বিক্রি হয়েছে। জানা গেছে বাংলাদেশি টাকায় প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে ২৮ বছর আগের মোজাটি। পপ সম্রাট মাইকেল জ্যাকসন নেই অনেক বছর হয়ে গেল। তবে শারীরিকভাবে না থাকলেও অনুরাগীদের হৃদয়ে আজও রাজত্বটা আগের মতোই রয়েছে তাঁর। গানের পাশাপাশি নাচেও সমান পারদর্শী ছিলেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩০ জুলাই) ফ্রান্সে নিলামে উঠছে মাইকেল জ্যাকসনের ব্যবহৃত পুরোনো এক জোড়া মোজা। অবাক করা বিষয় হলো, এই মোজাটির দাম উঠেছে প্রায় ৮ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ লাখ টাকা। নিলামকারীরা প্রথমে মোজাটি ৩,৪০০ থেকে ৪,৫০০ ডলারে বিক্রি হওয়ার আশা করেছিলেন। তবে ভক্তদের ভালোবাসায় প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হলো এটি।
১৯৯৭ সালে ফ্রান্সে মাইকেল জ্যাকসনের ‘হিস্ট্রি ওয়ার্ল্ড ট্যুর’-এর কনসার্টে তিনি এই মোজা পরেছিলেন। অনুষ্ঠান শেষে তার ড্রেসিং রুমের বাইরে মোজাটি পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। দীর্ঘ ২৮ বছর ধরে অত্যন্ত যত্নের সাথে তিনি মোজাটি সংরক্ষণ করে রেখেছিলেন। নিলামকারী অরোর ইলি সংবাদ সংস্থা এএফপিকে জানান, মোজাটিতে কিছুটা হলদে ভাব দেখা যাওয়ায় এটি নষ্ট হওয়ার আগেই নিলামের জন্য রাখা হয়।
যে ব্যক্তি মোজাটি কিনেছেন তিনি জানিয়েছেন, মাইকেল জ্যাকসনের ভক্তদের জন্য মোজাটি প্রদর্শনের ব্যবস্থা করা হবে।