মে ৬, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ রাজনীতি

দলীয় নেতা কর্মীদের নির্দেশনা নিয়েছেন নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি, মোস্তাক আহমেদ রূহী

সংগ্রামী সালাম,
চাঁদাবাজি, জুলুম, সন্ত্রাস,মিথ‍্যা মামলায় জর্জরিত সারা দেশে আমাদের নেতা-কর্মীরা। দুর্গাপুর, কলমাকান্দাবাসী বিএনপির সন্ত্রাসে চাঁদাবাজিতে তটস্থ আতংকে অশান্তিতে অনিরাপদ জীবনযাপন করছেন। বাড়ীঘর ছেড়ে অবর্ননীয় কষ্টে মামলার কষ্টে আছেন। আমার আদরের ছোট ভাইয়েরাও অসহায় জীবন যাপন করছে। সবার জন‍্যই মন কাঁদে। আমরা কেউ ভাল নেই। আমাদের নেত্রীও সহমর্মিতায় ব‍্যথিত।
আমরা আমাদের পূর্বসূরীরা বারবার জেলে বন্দী হয়েছেন লড়াই সংগ্রাম করেছেন যা ছিল নিত‍্য নৈমিত্তিক ঘটনা আমাদের নেত্রীও বন্দী ছিলেন। সকলের ত‍্যাগে আওয়ামী লীগের অর্জন এসেছিল। তা থেকে শিক্ষা লাভ করতে হবে।

আমাদের ভাইদের জঙ্গীরা হত‍্যা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়ীতে হাত দিয়েছে ওরা। আগুন নিয়ে খেলেছে।
বিগত নয় মাসে সংখ‍্যালঘু নিপীড়নের অমানবিক ঘটনাবলীর ফিরিস্তি, জাতীয় বৈষ‍্যম‍্যের ফিরিস্তি ,ফ‍্যাসিবাদের ফিরিস্তি দূর্নীতির ফিরিস্তি বলে শেষ করার মত নয়।
দেশে গরীব বাড়ছে মজুরী কমছে খাবারের দাম বাড়ছে শ্রমিক চাকুরী হারাচ্ছে ।
অর্থনীতি সংকুচিত হচ্ছে – অর্থনীতির সংকট প্রকট আকার ধারন করেছে।
মব জাষ্টিস চলছে এদের বেপরোয়া বেয়াদবী আচরন উন্মত্ততা বর্বরতায় আজ আতংকের দেশ আজ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। অন্তর্ভুক্তিমূলক আমাদের সমাজ বিপন্নপ্রায়।
চাঁদাবাজি,কমিশন বানিজ‍্য, নিয়োগ বানিজ‍্য ফ্রি স্টাইলে চলছে।
ধর্ষন ডাকাতি অত‍্যাচার নির্যাতন চলছে , বর্বোরচিত হামলা লাগামহীন বাড়ছে ।
সংকুচিত হচ্ছে দেশের অর্থনীতি ।একদিকে ছিন্নমূল গৃহহীন অভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে, অন‍্যদিকে যাদের চাকুরী ব‍্যবসা নাই তথাকথিত সাবেক সমন্বয়করা বেকার থেকে কয়েক মাসেই শত কোটি টাকার মালিক হয়েছে, কোটি কোটি দামের গাড়ীর মালিক হয়েছে। ইউনুস সরকারী ট‍্যাক্স মওকুফ করিয়ে নিয়েছে , একের পর এক তার ব‍্যবসা প্রসারিত করছে ।

উপদেষ্টাদের দূর্নীতি, তথাকথিত সমন্বয়কদের দুর্নীতি, খেলাপী ঋনের উর্ধ্বগতি, ব‍্যবসা ও দেশীয় বিদেশী বিনিয়োগে বিপর্যয়কর পরিস্থিতি,ব‍্যাংক আর্থিক খাতে স্থবিরতা, তথাকথিত জুলাই চেতনার কোটায় চাকুরী ।
একের পর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। অবস্থা এমন করুন হচ্ছে যে নিয়মিত আয়কর প্রদানকারী ব‍্যবসায়ীরা আয়কর দেয়ার সামর্থ্য হারিয়ে ফেলছে।

মবের দেশে পরিণত করছে। সংবাদমাধ্যমে সেন্সর, কোন কোন ক্ষেত্রে সেল্ফ সেন্সরে সব অপকর্ম আড়াল করার অপচেষ্টা চলছে। দেশ আজ এক বিস্ময়কর মিথ‍্যাবাদী, বাটপার, অবৈধ ইউনুস সরকারের দখলে ।
ক্রমান্বয়ে পৃথিবীর অনেক দেশ বাংলাদেশীদের ভিসা দেয়া সংকোচন নীতি অবলম্বন করছে।

ব‍্যাঙের ছাতার মত জানপুঞ্জি লোক দিয়ে রাজনৈতিক দল বানানো হচ্ছে যাদের দিয়ে ঘেউ ঘেউ করিয়ে দেশে অশান্তির হোতা, মব জাষ্টিসের জন্মদাতা, ফ‍্যাসিষ্ট পাকিস্তানের দোসর ইউনুস তার এজেন্ডা বাস্তবায়ন করবে ।

শুধু দীর্ঘ দিন অবৈধ ক্ষমতায় থাকার লোভে আমেরিকান ষড়যন্ত্রের সহযোগী হয়ে বাংলাদেশ কে মিয়ানমারের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধের ময়দান বানিয়ে দেওয়ার ধৃষ্টতা দেখাচ্ছে স্বৈরাচার ইউনুস গং।
৭৫ এ জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত‍্যা করা থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত আওয়ামী লীগকে সময়ের বাঁকে বাঁকে নির্মূল করার অপচেষ্টা হয়েছে। আমাদের নেত্রীকে বারবার হত‍্যার চেষ্টা করা হয়েছে। সব প্রচেষ্টা ব‍্যর্থ হয়ে ধুলোয় মিশেছিল। আমরা ও আমাদের পূর্বসুরীরা অনেক সংগ্রাম করেছি জুলুমের শিকার হয়েছি অসংখ‍্য মামলা হামলার শিকার হয়েছি বারবার জেলবন্দী হয়েছি । সবাইকে ত‍্যাগের মানসিকতা নিয়ে মনোবল শক্ত করে ইতিহাসের পুনরাবৃত্তিতে আমাদের এবারের সংগ্রামে ধৈর্য‍্য ধারণ করে সময়ের কাজ সময়ে করে সফলতা আসবে। সবার কাছে আমার উদাত্ত আহ্বান, আপনাদের বুঝতে হবে অনিশ্চয়তা কাটিয়ে কঠিনকে সহজতর করে আমাদের সফল হতে হবে ।
দেশ রক্ষা করতে হবে পাকিস্তানের দোসরদের হাত থেকে নিশ্চিত ধ্বংসের দ্বার প্রান্ত থেকে।
Mustaque Ahmed
দেশের কোটি কোটি মানুষের ভালবাসায় সিক্ত সেই আওয়ামী লীগের দোসর যা দেশকে বহির্বিশ্বে মর্যাদাবান করেছে । দেশের জনগনকে শান্তি নিরাপত্তা দিয়েছে। উন্নয়ন, সমৃদ্ধিতে দেশকে উন্নত করেছে। এই অর্জন একমাত্র আওয়ামী লীগের মাধ‍্যমেই সম্ভব। দেশের যা কিছু অর্জন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সমৃদ্ধ বাংলাদেশ একমাত্র আওয়ামী লীগই অর্জন করেছে জননেত্রী শেখ হাসিনা অর্জন করেছেন।
অন‍্যদিকে সব অর্জন ম্লান করে দিয়ে জঙ্গীদের ত্রানকর্তা, রাজাকারদের হোতা, দখলদার, বিশ্বচাপাবাজ, দক্ষ মিথ‍্যাবাদী, ইউনুস জেলে বন্দী সাজাপ্রাপ্ত জঙ্গীদের মুক্তি দিয়ে তার দোসরদের মব জাস্টিজ চালিয়ে যাওয়ার নীরবে সমর্থন দিয়ে যাচ্ছে।
আইন আদালত বলতে কিছু নাই বিচারকও এখন ফ‍্যাসিষ্ট রাজত্ব কায়েম করছে। ফ‍্যাসিষ্ট ইউনুসের দোসররা আইনের তোয়াক্কা না করে মামলা হামলার বর্বর প্রয়োগের সর্বশক্তির আস্ফালন দেখিয়ে সব রেকর্ড ছাড়িয়ে গেছে ।

জুলাই জঙ্গী রাজাকারদের হামলার পর এই মূহুর্তে আমাদের উপলদ্ধিতে সব ভেদাভেদ ভূলে পারস্পরিক হিংসা পরিত‍্যাগ করে মতপার্থক্য ব‍্যক্তিত্বের সংঘাত দ্বন্দ্ব কাদা ছুড়াছুড়ি না করে বিদ্বেষ না ছড়িয়ে আমাদের ঐক‍্যবদ্ধ হতে হবে।

আমেরিকার কাছে আরাকান ও কক্সবাজার এজেন্ডায় পূর্বসম্মতিপূর্বক বিশ্ব বাটপার ইউনুস ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জুলাই ম‍্যাটিকুলাস প্লানে জঙ্গী হামলায় হত‍্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতা দখল করে এখন দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা ২০২৩ সাল থেকে বলে আসছিলেন ক্ষমতার জন‍্য তিনি দেশের অংশ বিক্রির চুক্তি করবেন না। প্রয়োজনে ক্ষমতা থেকে তিনি সরে যাবেন। সেই দেশের একাংশ জলাঞ্জলি দেয়ার চুক্তিই করেছে সুদখোর দখলদার ইউনুস । ভূয়া খোয়াব দেখানোর কারিগর ইউনুসের কারনে দেশ আজ মুখোমুখি চরম এক ক্রান্তিকালে। দেশবাসী চরম আতংকিত-বিভিন্ন জরীপে জানা গেছে দেশের জনগণ এখন অবৈধ সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা স্বৈরাচার ইউনুসের দ্রুত বিদায় চায় ।

যারা আওয়ামী লীগকে ঘায়েল করার জন‍্য মিথ‍্যার বেশাতি গেয়ে প্রপাগান্ডা চালিয়েছিল তারাই এখন অকপটে স্বীকার করছে তারা অপপ্রচার করেছিল।
ইউনুসের ম‍্যাটিকুলাস প্লানের ফাঁদে বিভক্তি ও বিভ্রান্তির শিকার কোমলমতি শিক্ষার্থীরা ,অপরিনামদর্শী প্রোফাইল লাল করা বুঝমানরা ভূল বুঝতে পেরেছে । এখন তাদের ভীতি সংশয় দুর করে আমাদের নতুন উদ‍্যোগ গ্রহন করার পালা।

বর্তমান দুর্গতি দুর্দশা কবে দুর হবে তার কোন নির্ধারিত দিনক্ষন নেই । সম্মিলিত হয়ে যথা সময়ে ঝাপিয়ে পড়তে হবে । সমীকরণ টা হল অন্ধকারের পর আলো আসে রাতের পর দিন আসে। আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সমর্থকদের কতদিন কোনঠাসা করে রাখতে পারবে ? আমাদের রাজনৈতিকভাবে নিজেদের ভিতর এই দুর্গতির সময় বিদ্বেষ সৃষ্টি করা আত্মঘাতী হবে। তাই সবাইকে কিভাবে ঐক‍্যবদ্ধ করা যায় সেই লক্ষ্যে কাজ করতে হবে। দোষগুলো এখন চাপা দিতে হবে বিভেদ দ্বন্দ ভূলে যেতে হবে। সকলকে এক কাতারে আনতে সবাইকে বুঝাতে হবে। অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে।
নেত্রী সতর্ক করেছেন আমাদের দলীয় ছদ্মবেশে কেউ কেউ দুমুখো হয়ে অবৈধ সরকারের দোসর ও প্রশাসনকে তথ‍্য দিয়ে সহযোগিতা করে আমাদের নেতাকর্মীদের বিপদে ফেলতেছে। আমরা যেন এ জাতীয় দুশমনদের অনিষ্ট কর্মকাণ্ডের তথ‍্য ভিত্তিক প্রমান সহ আমলনামা সংগ্রহ করে রাখি।

পদ পদবী কে নেতা হবে কে এমপি হবে এই ধরনের চিন্তা এখন করা বোকার স্বর্গে বাসের সামিল। এমন না যে আমরা কালই ক্ষমতায় বহাল হবো। জননেত্রী শেখ হাসিনার ধারাবাহিক নেতৃত্ব অক্ষুন্ন রেখে জনপ্রত‍্যাশার নতুন গঠনমূলক সৃষ্টিশীল পুনর্জাগরণ আওয়ামী লীগ তৈরী হবে।
আমাদের টেকনিক‍্যাল হতে হবে, লজিক‍্যাল হতে হবে, সেক্রিফাইস করতে হবে, ডায়নামিক হতে হবে।
আমি আপনাদের পাশে আজীবন দুঃখ কষ্টে পাশে আছি থাকবো । আপনারা নিজেদের অসহায় ভাববেন না ।
যতদিন বেঁচে আছি আমি আমার পার্টির জন‍্য কাজ করে যাব।

 

এজীবনে যে সম্মান আমি পেয়েছি, আমার আপনাদের কাছ থেকে নতুন করে চাওয়া পাওয়ার আর কিছুই নেই।
আমাদের আসনে আমাকে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করা হয়েছে। দুর্গাপুর – কলমাকান্দা মডেল এলাকা বিনির্মানের জন‍্য আমার অসমাপ্ত স্বপ্ন পূরনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত‍্যক্ষ সহযোগিতায় সকলের বিশাল প্রত‍্যাশা অনুযায়ী আমার দেয়া প্রতিশ্রুতি ও প্রতিশ্রুতির বাইরেও আমি উন্নয়ন কর্মকান্ডের বিশাল যজ্ঞ প্রতিপালন করার জন‍্য ছয় মাস সময় নিয়েছিলাম বিভিন্ন মেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ‍্যে।
যে প্রকল্পগুলো অল্প সময়ে অনুমোদন করেছিলাম সেই কাজগুলোই বাস্তবায়ন হচ্ছে – আগামীতেও হবে। অবৈধ সরকার যদি আমার গৃহীত বড় প্রকল্পগুলোর অর্থ বরাদ্দ যদি স্থানান্তর না করে সেগুলোও বাস্তবায়ন হবে।

পরিশেষে ব‍্যক্তিগত কষ্টের কথা বলে শেষ করবো, জীবন সায়াহ্নে আমাদের অনেক আদরের মেয়ে জারাকে হারিয়ে পাগলপ্রায় আমি ও আমার সহধর্মিণী আমার পরিবার। সন্তান হারা মেয়ে হারা পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষ আমরা দুঃখী পরিবার আমাদের । মন কাঁদে আত্না ছটফট করে অসহনীয় কষ্ট হয় বুক ফেটে যায় । আমি সন্তানহারা মা হারা বাবা হারা নিজেই বড় এতিম । ১৪ সেপ্টেম্বর, ২০২৪ কি হারালাম পৃথিবীর বুকে সবচাইতে মূল‍্যবান সম্পদ আমার মেয়ে জারাকে আমাদের ইহজাগতিক স্বর্গকে। আমাদের সংসারে সবচাইতে ক্ষমতাবান ও মেধাবী আমার সন্তান আমার মেয়েকে ।সইতে পারবো না সারাজীবন যে দুঃখ কষ্ট তা বইতে হবে।আমরা সব হারিয়েছি। পৃথিবীতে আর হারানোর আর কিছু নেই। আমার এ জীবনে আর ভাল থাকা হবে না। আমার মেয়ের ক্ষনজন্মা জীবনের শেষ সময়ে যে চিকিৎসায় আমার মেয়ে সুস্থ ছিল সেই চিকিৎসায় ফলোআপে নিতে পারিনি। জুলাইয়ে নির্ধারিত সময়ে দেশের ক্রান্তিকালে যেতে বিবেক বাধা দিয়েছিল। পরে পাসপোর্ট বাতিল করা হল ।পরে আমার মেয়েকে তার মা ও ভাইয়ের সাথে পাঠাতে চেয়েছিলাম। মেয়ের মার নতুন পাসপোর্ট আবেদন মেয়ের উন্নত চিকিৎসার ফলোআপের কারন দেখিয়েও পাওয়া যায়নি। এই নিষ্ঠুরতা মনকে ভারাক্রান্ত করে ।সন্তান হারা বাবা মায়েরা মর্মবেদনার কষ্ট বুঝে।
আমার মেয়ে তার ছোটবেলাতে মানুষের প্রতি আপনাদের প্রতি অনেক মায়া মমতা লালন করতো খোঁজ খবর নিত । মহৎ হ্রদয়ের অধিকারীনি আমাদের আদরের রাজকন‍্যা জারার জন‍্য দোয়া চাই ।
আমাদের দুই ছেলে উচ্চ শিক্ষা লাভের জন‍্য অধ‍্যয়ন করে তাদের শান্তির জীবন যেন গড়তে পারে এইজন‍্যও দোয়া চাই।
আমার মৃত‍্যুর পূর্ব পর্যন্ত নিঃস্বার্থভাবেই আমি আপনাদের নিয়ে অন্তরাত্নায় সম্মানের সাথে জীবনযাপন করতে চাই।
আমি সর্বদা আপনাদের শান্তি ও মঙ্গল কামনা করি ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু