একুশ বছর আগে ২০০৪ সালের ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও যাবজ্জীবন দণ্ড পাওয়া আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। এ সময় রাষ্ট্রপক্ষ তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল দাবি করেন। এরপর আসামিপক্ষের আংশিক শুনানি শুরু হয়। কাল বুধবার ফের শুনানি হবে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে আজ মঙ্গলবার তৃতীয় দিনের শুনানি শেষ হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
গত বছর ১লা ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চ গত এ মামলার সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়ে রায় দেন। ১৯শে ডিসেম্বর রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এরপর রাষ্ট্রপক্ষ পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। গত ১লা জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দেয়া হয়। এরপর আপিলের ওপর শুনানি শুরু হয়।
২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলাটি চালানো হয়। অল্পের জন্য ওই হামলা থেকে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা।
এরপর পৃথক দুটি মামলা হয়। মামলায় ২০১৮ সালের ১০শে অক্টোবর মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন।