মে ১, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৩০ কিলোমিটার যানজট।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা নুরীতলায় একটি কাভার্ডভ্যান উল্টে গেছে। এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী সব যানবাহন চলাচল বন্ধ হয়ে প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার ভোরে নূরিতলা বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী ওভারলোড একটা কাভার্ড ভ্যান উল্টে গিয়ে সড়কের মাঝে আড়াআড়িভাবে পড়ে যায়। পরে কুমিল্লা থেকে ক্রেন ও ইলিয়টগঞ্জ ফাঁড়ির ক্রেন এনে দীর্ঘ ৩/৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ৩/৪ ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের চালকরা পথে ঘুমিয়ে পড়ে।

ফলে যানজট এখনো থেমে চলছে।
ইলিয়টগঞ্জ হাইওয় পুলিশের ওসি মো. রুহুল আমিন বলেন, ‘অতিরিক্ত বোঝাই কাভার্ডভ্যানটি উদ্ধার করতে ৩/৪ ঘণ্টা সময় লেগে যায়। এ সময় পথে চালকরা ঘুমিয়ে পড়েন। পরে তাদের ঘুম থেকে তুলে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করি।


সড়কে যানবাহন স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আরো ২/৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান তিনি।