কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার (২ জুলাই) যা হলো, তা বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ অনেকদিন মনে রাখবেন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই ব্যাটিং ধস রেকর্ডের বইয়ে নাম লিখিয়ে দিয়েছে। আর টাইগারদের এমন ব্যাটিং ধসে অবাক তাসকিন।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করেছে বাংলাদেশের বোলাররা। ২৪৪ রানে গুটিয়ে দিয়েছে স্বাগতিকদের। এমন এক লক্ষ্য বাংলাদেশের জন্য তেমন কঠিন কিছু নয়, এমনটা অনেকেই ভেবেছিলো। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের সঙ্গে যা হলো, তা সকলেই মনে রাখবে। অন্তত টাইগার পেসার তাসকিন মনে রাখবেন অনেকদিন।
বাংলাদেশের ব্যাটিং ধসের পর তাসকিন বলেন, ‘এটা আমাকে মনে করিয়ে দেয় যে, ক্রিকেটে কিছু অনিশ্চয়তা আছে… আমি আশা করিনি, কারণ আমি ড্রেসিংরুমে বসে কফি খাচ্ছিলাম, হঠাৎই ৫ উইকেট পড়ে গেল। কিন্তু আশা করি, আমরা পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরব। সবাই ভুল থেকে শিখে কিন্তু এটা ভালো লাগেনি।’
দল হারলেও বোলিংয়ে দুর্দান্ত করেছিলেন তাসকিন আহমেদ। ৪৭ রান খরচ করে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি।
এদিকে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ১ উইকেট পড়ার পর ৮ উইকেট পড়ার মাঝে সবচেয়ে কম রান করার লজ্জার রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের। ২০০৮ সালে হারারেতে মাত্র ৩ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। তার পরই বাংলাদেশের স্থান।
এই ম্যাচ হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-০ তে পিছিয়ে গেল টাইগাররা। পরের ম্যাচ ৫ আগস্ট, সেই ম্যাচে হারলেই সিরিজও হাতছাড়া হবে মিরাজ বাহিনীর।