জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ্বারা বহিষ্কার করা হলো।
এতে আরো বলা হয়, এই বহিষ্কার আদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
উল্লেখ্য, সোমবার রাতে মাহিন সরকার একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত টকশো তে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি টকশো উপস্থাপকের মাধ্যমে বহিষ্কারের কথা জানতে পারেন।
এক প্রশ্নের জবাবে মাহিন সরকার বলেন, জাতীয় নাগরিক পার্টি আমার রাজনৈতিক দল, ভবিষ্যতও থাকার ইচ্ছে আছে। আমি তাদের সাথে আলোচনা করেছি। যেহেতু আমার এখনও ছাত্রত্ব আছে এবং আমি মাস্টার্সের বাংলা বিভাগের শিক্ষার্থী, এই জায়গা থেকে আসলে দলের নীতি কী? আমি দলের কাছে কোনো সদুত্ত্বর পাইনি। তাদের জবাবে এটা ছাত্র রাজনীতি হয়ে যায়। কিন্তু কোন গ্রাউন্ডে বা কোন নীতির আলোকে আমি সেখানে যেতে পারব না, সেটা কিন্তু আমি জানতে পারিনি।
সে জায়গা থেকে আমার মনে হয়েছে, তারা যদি আরেকটু ব্যখ্যা করত তাহলে আরও ভালো হতো। তারা আমার কাচে জবাব চেয়েছে, আমি সরাসরি তাদের জবাব দিয়েছি। বহিষ্কারের কারণটি আসলে আমি জানিনা, আপনার কাছেই শুনলাম যে, আমাকে বহিষ্কার করা হয়েছে।