যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক র্যাংকিং সংস্থা টাইম হায়ার এডুকেশন (THE) সম্প্রতি প্রকাশ করেছে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫ সালের র্যাংকিং। এবারের তালিকায় এশিয়ার ৩৫টি দেশ ও অঞ্চলের ৮৫৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। শীর্ষে রয়েছে চীনের সিনহুয়া ইউনিভার্সিটি, যা বিশ্বের মধ্যে ১২তম অবস্থানে রয়েছে।
তবে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব এবার উচ্চশিক্ষা খাতে চমকপ্রদ ও দৃশ্যমান অগ্রগতি দেখিয়েছে। ২০২৫ সালের তালিকায় দেশটির ৩৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যার মধ্যে ৫টি বিশ্ববিদ্যালয় এশিয়ার সেরা ১০০-তে জায়গা করে নিয়েছে।
সৌদি আরবের শীর্ষ ৫টি বিশ্ববিদ্যালয় (২০২৫):
১. কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়ম অ্যান্ড মিনারেলস
– স্কোর: ৬৭.২ | এশিয়ায়: ৩১তম | বিশ্বে: ১৭৬তম
২. কিং সৌদ ইউনিভার্সিটি
– স্কোর: ৬০.৬ | এশিয়ায়: ৬০তম | বিশ্বে: ২৫১–৩০০
৩. প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ ইউনিভার্সিটি – এশিয়ায়: ৮৯তম
৪. কিং খালিদ ইউনিভার্সিটি – এশিয়ায়: ৯৬তম
৫. কিং আব্দুলআজিজ ইউনিভার্সিটি – এশিয়ায়: ৯৯তম
অন্যান্য উল্লেখযোগ্য সৌদি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে প্রিন্স সুলতান ইউনিভার্সিটি (১২৯তম), উম আল কুরা ইউনিভার্সিটি (১৩৭তম), প্রিন্সেস নুরাহ ইউনিভার্সিটি (১৫০তম), ইমাম আব্দুলরহমান ইউনিভার্সিটি (১৮৮তম), মাঝমাহ ইউনিভার্সিটি (১৯৪তম) এবং আরও অনেক প্রতিষ্ঠান তালিকাভুক্ত হয়েছে।
আবার তালিকায় ২০১–৩০০ র্যাংকে স্থান পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে আল ফয়সাল ইউনিভার্সিটি কিং ফয়সাল ইউনিভার্সিটি কিং সৌদ বিন আব্দুলআজিজ ইউনিভার্সিটি ফর হেলথ সায়েন্স, প্রিন্স সাত্তাম বিন আব্দুলআজিজ ইউনিভার্সিটি, ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটি এবং কাসিম ইউনিভার্সিটি তায়েফ ইউনিভার্সিটি।
৩০০–৩৫০ র্যাংকে স্থানপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেশটির জাজান ইউনিভার্সিটি, যোউফ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব হাইল এবং ইউনিভার্সিটি অব তাবুক এর নাম স্থান পেয়েছে।
এছাড়া ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা, নাজরান ইউনিভার্সিটি, এবং গবেষণামূলক প্রতিষ্ঠান কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (KAUST)-এর নাম উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে। সর্বশেষ, হাফার আল বাতিন ইউনিভার্সিটি সৌদি আরবের ৩৪তম অবস্থানে রয়েছে।
সৌদি আরবের শিক্ষা খাতে বিনিয়োগ ও ভিশন ২০৩০:
সাম্প্রতিক বছরগুলোতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি সরকার উচ্চশিক্ষা ও গবেষণার উন্নয়নে বিস্তর পদক্ষেপ গ্রহণ করেছে। ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে, ২০২৪ সালে দেশটি শিক্ষাখাতে প্রায় ৫২ বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ দেয়।
চলতি ২০২৫ সালে সৌদি আরব শিক্ষাখাতে মোট ২০১ বিলিয়ন সৌদি রিয়াল (SAR) বা প্রায় ৫৩.৫ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে, যা দেশটির জাতীয় বাজেটের প্রায় ১৬%। এই বরাদ্দ শিক্ষা ও গবেষণার আধুনিকায়নে এবং ভবিষ্যতের দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তথ্যসূত্র: টাইম হায়ার এডুকেশন, আরব নিউজ।
লেখক: সিরাজুর রহমান
বিশ্ব
শিক্ষা
টাইম হায়ার এডুকেশন র্যাংকিং ২০২৫: সৌদি আরবের উচ্চশিক্ষায় অভূতপূর্ব অগ্রগতি!
- লিখেছেন নিজস্ব প্রতিবেদক
- মে ২, ২০২৫
- ০ মন্তব্য
- ১ মিনিটের কম সময়
- 22 জন দেখেছে
