মনজুরুল হক : কোটা আন্দোলন মেটিক্যুলাসলি ডিজাইনড হয়ে সরকার পতনের আন্দোলন। হাসিনার পতন। তখতে তাউসে ইউনূস সাহেবের আরোহন। সারাদেশে ক্ষুদ্রঋণের জেল্লা ঝকমক। আলো-স্টার বেইজড ন্যারেটিভখোর বুদ্ধিব্যাপারিদের সে কি নাচ- সে কি নেত্য!
ইউনূস সাহেবের সরকারে এনজিও, আত্মিয়, জা মা ত, আধা জা মা ত, সিকি জা মা ত ইন। আর ১৪ বছরের আন্দোলনের ডার্ক হর্স বিএনপি, বাম, আধা বাম, সিকি বাম আউট। নিমাইপ্রেমী জগাই-মাধাইয়ে মত সুর করে তারা গাইতে লাগল… পিও, ‘মেরেছ কলসির কানা/তা বলে কী প্রেম দেব না?’ ল্যান্ডস্লাইড পেম দিল কিছুদিন তারা। এখন পেমে ভাটা।
এনাদের দশা হয়েছে সেই বিশাল হৃদয় খোসা চিবোনো লোকটির মত….সামনের লোকটি আঁখ খেতে খেতে হাঁটছে….ইনি পেছন পেছন খোঁসা কুড়িয়ে চিবোচ্ছেন আর বলছেন-শালা ছোটলোকের বাচ্চা খোসা ছিবড়ে খেয়েছে, একটু রসও রাখেনি!
লেখক ও ফ্রিল্যান্স জার্নালিস্ট