জানুয়ারি ২২, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
অর্থনীতি বাংলাদেশ

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমে ৫.২৫ শতাংশ হচ্ছে

চলতি (২০২৪-২৫) অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৮ শতাংশ ধরে বাজেট দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এখন দেশ চালানোর দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমিয়ে ৫ দশমিক ২৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে।-খবর জাগো নিউজ

সোমবার (২ ডিসেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার-সংক্রান্ত সমন্বয় কাউন্সিলের কমিটির বৈঠকে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমানোর সিদ্ধান্ত হয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দীন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাণিজ্যসচিব মোহাং সেলিমউদ্দিনসহ আরও সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে জানতে চাইলেও অর্থ উপদেষ্টা বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের কাছে মন্তব্য করতে রাজি হননি।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের মূল্যস্ফীতির হারও সংশোধন করা হচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে সার্বিক মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ছিল ৬ দশমিক ৫ শতাংশ। সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন বৈঠকে সিদ্ধান্ত হয়, চলতি অর্থবছরের সার্বিক মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৯ শতাংশের নিচে রাখা হবে। গত অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৮৭ শতাংশ।

বাজেট কাটছাট এবার অন্যবারের তুলনায় কম হবে। বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বর্তমানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক খাতে স্থিতিশীলতা ফেরানোয় গুরুত্ব দিচ্ছে সরকার। তাই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর বাজেটে বড় ধরনের কাটছাট করার পরিকল্পনা থাকলেও গ্যাস, বিদ্যুৎ ও সারে বকেয়া ভর্তুকি বাবদ প্রায় ৫০ হাজার কোটি টাকা পরিশোধের বাধ্যবাধকতা থাকায় সেটি করা যাচ্ছে না।

তারা আরও জানান, সাম্প্রতিক গণঅভ্যুত্থানে বেশকিছু ক্ষতির পাশাপাশি বন্যাসহ নানান প্রকৃতিক দুর্যোগে সরকারের ব্যয় বেড়েছে। তাই চলতি বাজেট সংশোধন করে প্রায় ৩০ হাজার কোটি টাকা কমানো হচ্ছে। এবার মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার।