জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
রাজনীতি

জামায়াতের ভোট ১৯৯১ সালে ১২.২১ ছিলো, ২০০৮-এ হয় ৪.৬ শতাংশ

মঞ্জুরে খোদা টরিক : ২০১৪ সালে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে আমার একটি লেখার টেবিল শেয়ার করছি। বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন। এখানে বাংলাদেশের নির্বাচন ইতিহাসের ৪টি গ্রহনযোগ্য নির্বাচনের ফলাফল আছে। সেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির ভোটের ব্যবধান খুব সামান্য। আর সেই চারটি নির্বাচেন দেখা যাচ্ছে ১৯৯১ সালে জামাতের ভোট ছিল ১২.২১ শতাংশ। সেই ভোট কমে ২০০৮ সালে তাদের ভোট হয় ৪.৬ শতাংশ। তারমানে দেড় যুগে তাদের ভোট কমে তিন ভাগের এক ভাগ হয়েছে।

এক নজরে দেখুন বিভিন্ন নির্বাচনে তাদের সেই ভোট প্রাপ্তির হার। ১৯৯১ সালে জামাতের ভোট ছিল ১২.২১ শতাংশ, ১৯৯৬ সালে জামাতের ভোট ছিল ৮.৬ শতাংশ, ২০০১ সালে জামাতের ভোট ছিল ৪.২৮ শতাংশ, ২০০৮ সালে জামাতের ভোট হয় ৪.৬ শতাংশ। তার মানে দেশে গণতান্ত্রিক পরিবেশ ও অবাধ ভোটাধিকার থাকলে জামাতের ভোটের হিসেব ও গ্রহনযোগ্যতা কমতে থাকবে।

আপনারা যারা জামায়াতে ও মৌলবাদীদের হম্বিতম্বি দেখে মনে করছেন এই বুঝি তারা ক্ষমতায় চলে আসলো তারা ভুল ভাবছেন। তাদের হম্বিতম্বি আপনাদের চোখে পড়া ও দৃশ্যমান হওয়ার কারণ হচ্ছে,এই ধর্মান্ধ শক্তিকে বিরোধীতা করার রাজনৈতিক শক্তির অনুপস্থিতি। আওয়ামী লীগ মাঠে নেই, প্রগতিশীল দলগুলোও দুর্বল অবস্থান সে কারণে তারা অধিক প্রচারে আসছে। তাই বলি, শুধু সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করুন তাদের অবস্থান এমনিতেই দূর্বল হবে। শীঘ্রই এবিষয়ে বিস্তারিত লিখবো।
লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক