মে ২৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

ছাত্রলীগের কুড়িগ্রাম জেলার সাবেক সভাপতি গ্রেপ্তার

বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলার সাবেক সভাপতি মোমিনুর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (২৪ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার জাফরাবাদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার সন্ধ্যায় র‌্যাব-২ এ তথ্য জানিয়েছে।

র‌্যাবের দাবি, মোমিনুর সর্বশেষ কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি নিষিদ্ধ সংগঠনের মিছিল–মিটিংসহ নানা কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। তাঁর নামে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।

এ বিষয়ে র‌্যাব ২–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ বলেন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় অভিযান চালিয়ে জাফরাবাদ থেকে মোমিনুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ডিবি হেফাজতে পাঠানো হয়েছে।

গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করে।

এদিকে ১২ মে এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। পাশাপাশি যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মিছিল, সভা–সমাবেশ, সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।