গাইবান্ধা জেলায় বিশেষ অভিযানে স্থানীয় আওয়ামী লীগের ১০ নেতাসহ ৩২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে নিয়মিত মামলার ১৩ জন, ১৫১ ধারায় একজন ও গ্রেফতারি পরোয়ানা মূলে ১৯ জন আসামি গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতার আওয়ামী লীগের নেতারা হলেন, গাইবান্ধা পৌরসভার ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুজ্জামান তারা (৪৮), রামচন্দ্রপুরের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম (৪৫), দহবন্দের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য গোলাম শাহারিয়া বিদ্যুৎ (৩৪), মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার জান্নাতুল নবী রিপন (৪৮), পদুম শহর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রহমান (৪২), ভরতখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মানিক কর্মকার (৬০), গোবিন্দগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (২৪), কচুয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বুলেট প্রধান (৬০), সাধারণ সম্পাদক সুজন মিয়া (৩৬) ও জুমারবাড়ি ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোতালেব বাবু (৫৫)।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা পুলিশ সুপার নিশাদ এঞ্জেলা বলেন, বুধবার ২৪ ঘণ্টার অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৩২ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।