জানুয়ারি ২৩, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ রাজনীতি

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে ঐক্যে রাজি আওয়ামী লীগ : ড. হাছান মাহমুদ

ভওস : যুক্তরাজ্যভিত্তিক বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর মতামত বিষয়ক অনুষ্ঠান ‘অভিমত’-এ গত ৫ আগস্ট সরকার পতনের পর প্রথমবার আনুষ্ঠানিক বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গত ৩ নভেম্বর ‘আওয়ামী লীগ: তটস্থ, হতাশ, কোনঠাসা?’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপির এখনকার অনেক বক্তব্যের সঙ্গে আমরা একমত। এক-এগারোর সময়ও আমরা গণতন্ত্রের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। গণতন্ত্র ফিরে এসেছিলো। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়াারম্যান বা মহাসচিব সেসব বক্তব্য এখন দিচ্ছেন, তার অনেকগুলোর সঙ্গে আমি একমত। মির্জা ফখরুল ইসলাম যে বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা? তার এই প্রশ্নের সঙ্গে আমি একমত। ছাত্রলীগকে কাগুজে নিষিদ্ধ করার পর সেটির বিরুদ্ধেও বক্তব্য দিয়েছে বিএনপি।

সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যদি প্রয়োজন হয়, বিএনপির সঙ্গে একযোগে কাজ করতে আমরা তৈরি আছি। এ ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। বিএনপি রাষ্ট্রপতি ইস্যু থেকে শুরু করে দেশে যাতে সাংবাবিধানিক সংকট সৃষ্টি না হয়, তা নিয়ে তাদের যে স্ট্যান্ড তা আমি অ্যাপ্রিসিয়েট করি।

তিনি অভিযোগ করে বলেন, জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগের পর বিএনপির যে বক্তব্য, তার সঙ্গেও আমি একমত। ফেসবুকে পোস্ট দিয়ে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা করা হলো, এ নিয়ে সরকারের কোনো বক্তব্য খোঁজে পাচ্ছি না। আমরা কোন দিকে যাচ্ছি?