ডিসেম্বর ৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ মানবাধিকার

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত এক

খুলনায় দুর্বৃ‌ত্তদের গু‌লি‌তে শেখ শাহাদাত হোসেন (৫৫) না‌মের একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা ম‌ডেল থানার সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, শাহাদাত নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন। দীর্ঘ দেড় যুগ কারাভোগের পর চলতি বছর তিনি জামিনে মুক্তি পান। এরপর থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। দুর্বৃত্তরা গুলি করার পর আহত অবস্থায় শাহাদাতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে সেখানেই তার মৃত্যু হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। রাতে সঙ্গীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েকজন যুবক শাহাদাতকে ধাওয়া করে। এরপর তিনি সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে আশ্রয় নেন।

দুর্বৃত্তরা শাহাদাতকে হত্যার উদ্দেশ্যে পর পর কয়েকটি গুলি ছোড়ে। দুর্বৃত্তদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি শফিকুল ইসলাম।