কোটা বিরোধী আন্দোলনের সহ-সমন্বয়কদের একজন এম এ সায়েদ তার ফেসবুক পোস্টে তার অবস্থান ক্লিয়ার করেছেন। তিনি তার পোস্টে উল্লেখ করেন এতোগুলো লাশ আর এতোগুলো জীবনের উপর দিয়ে কোনো আলোচনা তারা চায় না। তিনি বলেন কোনো আলোচনা হবেনা। সরকার আলোচনায় বসলে এতোদিনেই বসতো।সমন্বয়কদের মধ্যে কেউ যদি আলোচনায় বসে তাহলে বুঝবেন তারা অন্য সমন্বয়কদের মতামত না নিয়েই আলোচনায় বসেছে।
রক্ত দিয়েছি, রক্ত আরও দিবো।তাও কোনো আলোচনা চাইনা।
বাংলাদেশ
কোটা বিরোধী আন্দোলনকারীরা সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছ
- লিখেছেন নিজস্ব প্রতিবেদক
- জুলাই ১৮, ২০২৪
- ০ মন্তব্য
- ১ মিনিটের কম সময়
- 179 জন দেখেছে
Leave feedback about this