ডিসেম্বর ৫, ২০২৫
লেডিঞ্জে গ্রেন্ড, স্টকহোম,সুইডেন
বাংলাদেশ

কুড়িলে ৩ ঘণ্টা ধরে সড়কে শ্রমিকরা, সীমাহীন ভোগান্তি

রাজধানীর কুড়িলে বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের অবরোধ তিন ঘণ্টার বেশি সময় ধরে চলছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় পাঁচ শতাধিক কর্মী সড়ক অবরোধে নামে। বিকেল ৩টা পর্যন্ত সমাধান না হওয়ায় পুরো এলাকা যানজটে অচল হয়ে পড়েছে।

অবরোধের কারণে কুড়িল হয়ে বাড্ডা, গুলশান, বনানী, এমনকি সাতরাস্তা, শাহবাগ, কারওয়ান বাজার ও গুলিস্তান পর্যন্ত যানজটের প্রভাব ছড়িয়ে পড়ে। বিশেষ করে বাড্ডা লিংক রোড এলাকায় ভয়াবহ যানজট দেখা দেয়। এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, শ্রমিকরা দুপুরে সড়ক অবরোধ শুরু করে। মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে, তবে এখনও সমাধান আসেনি।

‘আমরা বিকল্প রুটে গাড়ি চালানোর নির্দেশনা দিয়েছি,’ বলেন তিনি।

গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে-

১. খিলখেত থেকে ফ্লাইওভার এড়িয়ে নিচ দিয়ে

মহাখালী-বনানীর দিকে যাওয়া যাবে।

২. রামপুরা দিকের যানবাহনগুলো বাড্ডা লিংক রোড হয়ে

গুলশান-১, গুলশান-২ ঘুরে উত্তরের দিকে যেতে পারবে।

৩. রামপুরা থেকে আসা গাড়িগুলো নতুন বাজার হয়ে গুলশান-২ দিয়েও যেতে পারবে। অন্যদিকে রামপুরাগামী যাত্রীরা মহাখালী, কাকলী, আমতলী কিংবা তেজগাঁও ঘুরে গন্তব্যে পৌঁছাতে পারবেন।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে মোতায়েন রয়েছে।